সুস্বাদু চিংড়ি তন্দুরির রেসিপি – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে চিংড়ি তন্দুরি। আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন চিংড়ি তন্দুরি

উপকরণ :

চিংড়ি মাছ ১৬টি (বড় আকারের),

দই ১০০ গ্রাম, আদা,

রসুনবাটা ১ চা চামচ করে,

লবণ পরিমাণমতো,

শুকনো মরিচ গুঁড়ো আধা টেবিল চামচ,

কস্তুরি মেথি ১০ গ্রাম,

গরম মসলা পরিমাণমতো,

তেল সামান্য পরিমাণ।

প্রণালী :

প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিন। সব মসলা একসঙ্গে দইতে দিন।

এই মসলা মাখানো দইতে চিংড়ি দিন।

ঘণ্টা দুয়েক এভাবে রেখে দিন খোলা চুলোয় কাঠ কয়লার আগুনে শিখে গেঁথে বার-বিকিউ করুন।

মাঝে মাঝেই চিংড়ির গায়ে দই ও তেল মাখিয়ে দেবেন। এভাবে তৈরি করুন চিংড়ি তন্দুরি।

Related Posts

শিখে নিন কৈ মাছের হরেক পদের রেসেপি

মটরশুঁটি-কৈ প্রয়োজনীয় উপকরণ ১/২ কেজি কৈ মাছ ১/২ কাপ মটরশুঁটি ১ চা চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ রসুন বাটা ২ টেবিল…

আস্ত ইলিশের কাবাব তৈরির সহজ রেসিপি

ইলিশ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব পদ। আস্ত ইলিশের কাবাব অনেকেই খেতে পছন্দ করেন। এটি তৈরি করাও খুব সহজ। শুধু জানা থাকা চাই রেসিপি। চলুন জেনে…

ইলিশ মাছের অজানা ১৯টি রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি রেসিপিগুচ্ছ। এটি রেসিপিগুচ্ছটি আমরা সাজিয়েছি ইলিশ মাছের বিভিন্ন পদের খাবারের রেসিপি দিয়ে। দেখে নিন ইলিশ মাছের ১৯টি রেসিপি একসঙ্গে। ইলিশ মাছের…

শিখে নিন বড় ও ছোট মাছের ১২ রকমের মজার রেসিপি একসাথে…

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একসঙ্গে আরো ১২টি রেসিপি। এবার আর মিষ্টির রেসিপি নয় এবার দেওয়া হচ্ছে মাছের রেসিপি। দেখে নিন রেসিপিগুলো। ট্যাংরা মাছের চচ্চড়ি উপকরণ :…

স্পাইসি প্রন কারি

চিংড়ি খুব প্রিয় মাছ সবার জন্যই। এই চিংড়ির নাম শুনলেই যে কারো জিভে জল আসতে পারে। তবে মাছটার দামটাও য়ে বেশ। যাই হোক আজ আমরা চিংড়ির একটি…

শিখে নিন ও সংগ্রহে রাখুন শুটকি মাছের ১২ পদের রেসিপি

কাল থেকে আমরা এক সঙ্গে অনেক রেসিপি দেওয়া শুরু করেছি। আমরা এরই মধ্যে ছোট মাছের ও মোয়া-মুরখীর অনেক রেসিপি দিয়েছি। এখন আপনাদের জন্য রয়েছে শুটকি মাছের ১২…