আস্ত ইলিশের কাবাব তৈরির সহজ রেসিপি

ইলিশ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব পদ। আস্ত ইলিশের কাবাব অনেকেই খেতে পছন্দ করেন। এটি তৈরি করাও খুব সহজ। শুধু জানা থাকা চাই রেসিপি। চলুন জেনে নেয়া যাক-

উপকরণ:
ইলিশ মাছ- ১২০০ গ্রাম,লবণ ও হলুদ- প্রয়োজন মতো,শুকনা মরিচ- কয়েকটি,আলু- ১টি (সেদ্ধ),তেল- ৪ টেবিল চামচ,কাঁচামরিচ- ২টি,বড় পেঁয়াজ- ১টি (কুচি),লেবুর রস- সামান্য,ব্রেড ক্রাম্ব- সাজানোর জন্য।

প্রণালি:
ইলিশের মাছ টুকরা করে পেটির অংশ সরিয়ে ফেলুন। পিঠের অংশ ও লেজ ও মাথা দিয়ে তৈরি করতে হবে ইলিশের কাবাব। মাছের মাথার ভেতরের ফুলকো ফেলে পরিষ্কার করে নিন।। লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাছ মেখে রাখুন। ইলিশের পিঠের অংশ আলাদা করে অল্প পানিতে সেদ্ধ করে নিন। এমনভাবে পানি দেবেন যেন সেদ্ধ হওয়ার পর অতিরিক্ত পানি না থাকে। লবণ, হলুদ ও পানি দিয়ে সেদ্ধ করুন মাছের টুকরা। বেশ খানিকটা তেল দেখবেন উঠে গেছে। এটি ইলিশের তেল। লেজ আর মাথা আলাদা করে মচমচে করে ভাজতে হবে। একই সঙ্গে ভেজে নিন শুকনা মরিচও।

সেদ্ধ করা ইলিশের টুকরা থেকে সাবধানে কাঁটা বেছে নিন। একটি প্লেটে ভাজা শুকনা মরিচ ডলে গুঁড়া করে নিন। ইলিশের তেল ও সামান্য লবণ দিন। সবকিছু একসঙ্গে মেখে বেছে রাখা মাছ দিয়ে দিন। ছোট একটি আলু একটু শক্ত করে সেদ্ধ করে দিয়ে দিন মিশ্রণে।

চুলায় মিডিয়াম আঁচে প্যান গরম করে তেল দিয়ে দিন। তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ভেজে নিন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে গেলে আলু ও ইলিশের মিশ্রণ দিয়ে মিনিট দুয়েক নেড়ে নিন। মাছ ঝুরা ঝুরা হয়ে গেলে লেবুর রস দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করুন মিশ্রণ।

প্লেট বা কলাপাতায় পরিবেশন করতে পারেন আস্ত ইলিশের কাবাব। মাছ ও লেজ আগে বসিয়ে নিন। মাঝখানে ইলিশের মিশ্রণ দিয়ে দিন। মাছের আকৃতি করে সাজান। চামচ দিয়ে চেপে উপরের অংশ সমান করে নিন। উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে পরিবেশন করুন।

Related Posts

শিখে নিন কৈ মাছের হরেক পদের রেসেপি

মটরশুঁটি-কৈ প্রয়োজনীয় উপকরণ ১/২ কেজি কৈ মাছ ১/২ কাপ মটরশুঁটি ১ চা চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ রসুন বাটা ২ টেবিল…

ইলিশ মাছের অজানা ১৯টি রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি রেসিপিগুচ্ছ। এটি রেসিপিগুচ্ছটি আমরা সাজিয়েছি ইলিশ মাছের বিভিন্ন পদের খাবারের রেসিপি দিয়ে। দেখে নিন ইলিশ মাছের ১৯টি রেসিপি একসঙ্গে। ইলিশ মাছের…

শিখে নিন বড় ও ছোট মাছের ১২ রকমের মজার রেসিপি একসাথে…

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একসঙ্গে আরো ১২টি রেসিপি। এবার আর মিষ্টির রেসিপি নয় এবার দেওয়া হচ্ছে মাছের রেসিপি। দেখে নিন রেসিপিগুলো। ট্যাংরা মাছের চচ্চড়ি উপকরণ :…

স্পাইসি প্রন কারি

চিংড়ি খুব প্রিয় মাছ সবার জন্যই। এই চিংড়ির নাম শুনলেই যে কারো জিভে জল আসতে পারে। তবে মাছটার দামটাও য়ে বেশ। যাই হোক আজ আমরা চিংড়ির একটি…

শিখে নিন ও সংগ্রহে রাখুন শুটকি মাছের ১২ পদের রেসিপি

কাল থেকে আমরা এক সঙ্গে অনেক রেসিপি দেওয়া শুরু করেছি। আমরা এরই মধ্যে ছোট মাছের ও মোয়া-মুরখীর অনেক রেসিপি দিয়েছি। এখন আপনাদের জন্য রয়েছে শুটকি মাছের ১২…

জেনে নিন বড় ও ছোট মাছের হরেক রকমের রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একসঙ্গে আরো ১২টি রেসিপি। এবার আর মিষ্টির রেসিপি নয় এবার দেওয়া হচ্ছে মাছের রেসিপি। দেখে নিন রেসিপিগুলো। ট্যাংরা মাছের চচ্চড়ি উপকরণ :…