পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা রেসিপি! – মায়ের হাতের রান্না

পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা রেসিপি! – মায়ের হাতের রান্না

অতিথি আপ্যায়নে সাদা পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করুন ডিমের কোরমা । খেতে দারুণ এবং রান্না করাও বেশ সহজ ।

তাহলে শিখে নেয়া যাক, মজাদার ডিমের কোরমা তৈরির কৌশল… 

উপকরণ :

– সিদ্ধ ডিম ৪ টি

– পেঁয়াজ কুঁচি আধা কাপ

– পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ

– আদা বাটা আধা চা চামচ

– রসুন বাটা আধা চা চামচ

– টক দই ১ টেবিল চামচ

– নারিকেলের দুধ বা গরুর দুধ আধা কাপ

– কাঁচা মরিচ ৩-৪ টি

– জিরা গুড়া আধা চা চামচ

– এলাচ ৩ টি

– তেজপাতা ১ টি

– দারুচিনি ২ টুকরা

– বাদাম বাটা ১ চা চামচ

– চিনি সামান্য

– তেল ২ টেবিল চামচ

– লবন স্বাদ মত

প্রণালী :

(১) প্রথমে পাত্রে তেল গরম করে সিদ্ধ ডিমগুলো সামান্য হলুদ আর লবন মাখিয়ে হালকা বাদামি করে ভেজে তুলুন। সামান্য হলুদ দিয়ে ভাজলে ডিমের রঙ সুন্দর হয়, কিন্তু বেশি দিবেন না।

(২) এরপর ওই তেলে এলাচ, তেজপাতা এবং দারুচিনি দিয়ে নেড়ে পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজ কুঁচি নরম হলে পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরার গুঁড়া এবং লবন দিয়ে ভালো করে কষিয়ে নিন।

(৩) এবার এর মধ্যে ভালোভাবে ফেটানো টক দই এবং বাদাম বাটা দিয়ে হালকা আঁচে ২ মিনিট রান্না করে দুধ দিয়ে দিন।

(৪) এখন ডিম ও চিনি দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলুন।

Related Posts

আসছে রোজা তাই সংগ্রহে রাখুন ভাজা-পোড়ার ১৫ পদের রেসেপি

১. প্রন বল প্যালেট উপকরণ : চিংড়ি কিমা আধা কাপ, ডিম ১টার তিন ভাগের এক ভাগ, সয়াসস ১ চা চামচ, লবণ আধা চা চামচ, পেঁয়াজ কিউব করে…

গরমে ঠান্ডা তরকারি লাউ এর ১১টি রেসিপি একসঙ্গে

লাউ অনেকেই খুব পছন্দ করে থাকেন। লাউ দিয়ে রান্না করা যে কোনো কিছু তাদের পছন্দ। তবে সেই পছন্দের মধ্যে তো স্পেশাল ও থাকে। আর সেই স্পেশাল ১১টি…

সংগ্রহে রাখুন ভিন্ন স্বাদে ডিমের ২০ পদ!

পুষ্টিগুণে ভরপুর, সহজলভ্য, আর যে কেউ যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন ডিম। কথায় আছে ‘গরম হোক বা ঠাণ্ডা রোজ খাও আণ্ডা’ ডিমের উপকারিতা এতো যে আমাদের রোজ…

ইফতারে ভাজাপোড়ার বদলে রাখুন ‘চিকেন সালাদ’! – মায়ের হাতের রান্না

ইফতারে ভাজাপোড়ার বদলে রাখুন ‘চিকেন সালাদ’! – মায়ের হাতের রান্না

ইফতারের সময় বলা হয় যে ভাজাপোড়া না খাওয়ার জন্য। তবে সারাদিন রোজা রেখে কিছু তো খেতে হবে তাই না? তাই স্বাদ, স্বাস্থ্য সব দিক ঠিক রেখে খেতে…

ইফতারিতে শাহী ছোলা ভুনা! – মায়ের হাতের রান্না

ইফতারিতে শাহী ছোলা ভুনা! – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ইফতারিতে শাহী ছোলা ভুনা। আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি…

লোভনীয় স্বাদরে পটলের রোস্ট! – মায়ের হাতের রান্না

লোভনীয় স্বাদরে পটলের রোস্ট! – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে রয়েছে পটলের রোস্ট। আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়।…