ইফতারিতে শাহী ছোলা ভুনা! – মায়ের হাতের রান্না

ইফতারিতে শাহী ছোলা ভুনা! – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ইফতারিতে শাহী ছোলা ভুনা। আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়।

চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন ইফতারিতে শাহী ছোলা ভুনা…

উপকরণ:

ছোলা ২ কাপ

আলু বড় ১টি

পেঁয়াজ কুচি হাফ কাপ (বেরেস্তার জন্য)

পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

গরম মসলার গুঁড়া আধা চা-চামচ

আদা বাটা আধা চা-চামচ

রসুন বাটা আধা চা-চামচ

দারুচিনি ২ টুকরা

এলাচ ২ টুকরা

তেজপাতা ২টি

হলুদ আধা চা-চামচ

মরিচ গুঁড়া আধা চা-চামচ

তেল পরিমাণ মতো

লবণ পরিমাণ মতো

শুকনা মরিচ ২/৩টি

প্রণালি:

প্রথমে ছোলা সেদ্ধ করে নিন। আরেকটি পাত্রে আলু সেদ্ধ দিন। আলু সেদ্ধ করে ছেনে রাখুন। ছোলা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে ফেলুন। ফ্রাই প্যানে তেল গরম করতে দিন। তাতে একে একে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিন।

এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। ভালো করে মসলা কসিয়ে নিন। সামান্য পানি দিন। লবণ, হলুদ, মরিচ গুড়া, গরম মসলার গুড়া দিয়ে দিন একে একে। পানি ফুটে উঠলে তাতে চটকানো আলু দিয়ে দিন। বার বার নাড়তে থাকুন। আলু ভালোভাবে মিশে গেলে তার মধ্যে সেদ্ধ ছোলা দিয়ে দিন। নাড়তে থাকুন। পানি শুকিয়ে এলে নামিয়ে ফেলুন।

ছোলা নামিয়ে পাত্রে রাখুন। স্বাদ বাড়ানোর জন্য বাসায় তৈরি জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারেন ওপরে। পেঁয়াজের বেরেস্তা আর শুকনো মরিচ ভাঁজা ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

Related Posts

আসছে রোজা তাই সংগ্রহে রাখুন ভাজা-পোড়ার ১৫ পদের রেসেপি

১. প্রন বল প্যালেট উপকরণ : চিংড়ি কিমা আধা কাপ, ডিম ১টার তিন ভাগের এক ভাগ, সয়াসস ১ চা চামচ, লবণ আধা চা চামচ, পেঁয়াজ কিউব করে…

গরমে ঠান্ডা তরকারি লাউ এর ১১টি রেসিপি একসঙ্গে

লাউ অনেকেই খুব পছন্দ করে থাকেন। লাউ দিয়ে রান্না করা যে কোনো কিছু তাদের পছন্দ। তবে সেই পছন্দের মধ্যে তো স্পেশাল ও থাকে। আর সেই স্পেশাল ১১টি…

সংগ্রহে রাখুন ভিন্ন স্বাদে ডিমের ২০ পদ!

পুষ্টিগুণে ভরপুর, সহজলভ্য, আর যে কেউ যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন ডিম। কথায় আছে ‘গরম হোক বা ঠাণ্ডা রোজ খাও আণ্ডা’ ডিমের উপকারিতা এতো যে আমাদের রোজ…

পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা রেসিপি! – মায়ের হাতের রান্না

পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা রেসিপি! – মায়ের হাতের রান্না

অতিথি আপ্যায়নে সাদা পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করুন ডিমের কোরমা । খেতে দারুণ এবং রান্না করাও বেশ সহজ । তাহলে শিখে নেয়া যাক, মজাদার ডিমের কোরমা…

ইফতারে ভাজাপোড়ার বদলে রাখুন ‘চিকেন সালাদ’! – মায়ের হাতের রান্না

ইফতারে ভাজাপোড়ার বদলে রাখুন ‘চিকেন সালাদ’! – মায়ের হাতের রান্না

ইফতারের সময় বলা হয় যে ভাজাপোড়া না খাওয়ার জন্য। তবে সারাদিন রোজা রেখে কিছু তো খেতে হবে তাই না? তাই স্বাদ, স্বাস্থ্য সব দিক ঠিক রেখে খেতে…

লোভনীয় স্বাদরে পটলের রোস্ট! – মায়ের হাতের রান্না

লোভনীয় স্বাদরে পটলের রোস্ট! – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে রয়েছে পটলের রোস্ট। আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়।…