চিলি চিকেন তৈরির সহজ পারফেক্ট রেসিপি – মায়ের হাতের রান্না

চিলি চিকেন তৈরির সহজ পারফেক্ট রেসিপি – মায়ের হাতের রান্না

আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিলি চিকেন রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি । চিলি চিকেন খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার । ছোট বড় সবাই পছন্দ করেন । অনুষ্টানে বা অতিথি আপ্যায়নে ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন ।

চলুন দেখে নেওয়া যাক ” চিলি চিকেন ” রেসিপিটি… 

উপকরণ :

চিকেন ম্যারিনেড এর জন্য যা যা লাগবে :

১. চিকেন ব্রেস্ট কিউব ১ কাপ
২. আদা রসুন বাটা ১/২ চা চামচ
৩. ডিম ১ টি
৪. কর্ন ফ্লাওয়ার ৩ টে চামচ
৫. গোল মরিচ গুড়া ১/৪ চা চামচ
৬. মরিচ গুড়া ১/২ চা চামচ
৭. টমেটো সস ১ চা চামচ
৮. সয়া সস ১/২ চা চামচ
৯. লবন ১/২ চা চামচ
১০. টেস্টিং সল্ট ১/৪ চা চামচ
১১. বেকিং সোডা ১/৪ চা চামচ (ইচ্ছা)
১২. জর্দার রঙ ১ চিমটি (ইচ্ছা)
১৩. তেল ভাজার জন্য

একটি বাটিতে চিকেন কিউব এর সাথে সব উপকরণ মেখে নিতে হবে , ১৫ মিনিট পর মিডিয়াম হিটে ডিপ ফ্রাই করে ১ টি প্লেট এ তুলে নিতে হবে ।

রান্নার জন্য যা যা লাগবে :

১. পেয়াজ কিউব ১/২ কাপ
২. ক্যাপসিকাম কিউব ১/২ কাপ
৩. কাচা মরিচ ৩/৪ টে ফালি করা
৪. টমেটো সস ১/৪ কাপ
৫. চিলি সস ২ টেবিল চামচ
৬. সয়া সস ১ চা চামচ
৭. চিনি ১/৪ চা চামচ
৮. পানি ৩ টেবিল চামচ
৯. রসুন কিমা ১ টেবিল চামচ
১০. তেল ২ টেবিল চামচ

প্রণালী :

  • একটি প্যানে তেল দিয়ে রসুন কিমা লাল করে ভাজতে হবে , রসুন ভাজা হলে পেয়াজ , ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে সব সস , কাচা মরিচ , চিনি , ৩ টেবিল চামচ পানি দিয়ে একটু নেড়ে ভাজা চিকেন দিয়ে ১ মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে , আরেকটু গ্রেভি করতে চাইলে ১/৪ কাপ পানিতে ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে ।
  • পোলাও / ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করুন ।

Related Posts

চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের চিকেন নাগেটস এর রেসিপি…

চাইনিজ রেস্টুরেন্টের একটি জনপ্রিয় খাবার হচ্ছে চিকেন নাগেটস। সুস্বাদু এই খাবারটি আপনি ইচ্ছে করলে আপনার বাসাতেই তৈরি করতে পারেন। দেখে নিন চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের সুস্বাদু চিকেন নাগেটস…

সুস্বাদু বারবিকিউ ব্যানানা চিপস এর সহজ রেসিপি

লেবু ও পুদিনা পাতার ঘ্রানে দারুন স্বাদের ক্রিস্পি বারবিকিউ ব্যানানা চিপস আপনিও ট্রাই করে দেখুন । অনেক সহজ রেসিপির এই খাবারটি হালকা নাস্তার জন্য পারফেক্ট। বারবিকিউ ব্যানানা…

সিপি স্বাদের চিকেন বল তৈরি করুন ঘরেই

আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি অনেক মজার খাবারের রেসিপি। এটি হলো চিকেন বলের রেসিপি। দেখে নিন সাম্মি মিথিলা রহমানের সিপি স্বাদের চিকেন বল বানানোর রেসিপিটি। উপকরন: ১….

পাস্তা তৈরির ঘরোয়া সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

পাস্তা তৈরির ঘরোয়া সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি ঘরোয়া নাস্তার রেসিপি। পাস্তা খেতে ভালোবাসেন না এই রকম মানুষ বোধ হয় কমই আছেন। পাস্তা একটি মজাদার খাবার সঙ্গে সুস্বাদুও বটে।…

ইফতারে খুব ঝটপট রেঁধে ফেলুন দারুণ সুস্বাদু ‘হালিম’! – মায়ের হাতের রান্না

ইফতারে খুব ঝটপট রেঁধে ফেলুন দারুণ সুস্বাদু ‘হালিম’! – মায়ের হাতের রান্না

কয়েকদিন গরমের পর বৃষ্টির ফলে আজকের আবহাওয়া দারুণ। এই হালকা ঠাণ্ডার আবহাওয়ায় ইফতারে একটু ভারী খাবার খাওয়াই যায়। আর তা যদি হয় গরম গরম হালিম তাহলে তো…

পাকা বাবুর্চির চাইতেও সুস্বাদু টিকিয়া কাবাব তৈরির রেসিপি! – মায়ের হাতের রান্না

পাকা বাবুর্চির চাইতেও সুস্বাদু টিকিয়া কাবাব তৈরির রেসিপি! – মায়ের হাতের রান্না

বিয়ে বাড়িতে বা রেস্তরাঁয় কাচ্চি খেতে গেলে টিকিয়া কাবাবটা সবাই খোঁজেন । জিভে জল আনা দারুণ স্বাদের এই টিকিয়া কাবাব খেতে ভালোবাসেন না , এমন কাউকে খুঁজে…