গরুর মাংসের কালা ভুনা এর সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

গরুর মাংসের কালা ভুনা সম্ভবত গরুর মাংসের সবচেয়ে জনপ্রিয় পদ। এই জনপ্রিয় খাবারের স্বাদ ভোলার মতো না। আজ শিখে নিন কিভাবে এই সুস্বাদু খাবারটি রান্না করা যায়।

গরুর মাংসের কালা ভুনা এর সহজ রেসিপি

উপকরণঃ

  • গরুর মাংস – ১ কেজি
  • মরিচ গুড়া – স্বাদ অনুযায়ী
  • হলুদ গুড়া – পরিমান মতো
  • জিরা গুড়া – ১/২ চা চামচ
  • ধনিয়া গুড়া – ১/২ চামচ
  • পেঁয়াজ বাটা – ৩-৪ টেবিল চামচ
  • রসুন বাটা – ১ চামচ
  • আদা বাটা – ১ চামচ
  • দারুচিনি, এলাচি – সামান্য আস্ত
  • কয়েকটা – কাঁচা মরিচ
  • পেঁয়াজের বেরেস্তা – ১/৪ কাপ
  • টক দই – ১-২ চাচামচ
  • টম্যাটো সস – ১ টেবিল চামচ
  • লবন – পরিমান মত
  • সয়াবিন তেল – পরিমান মতো

চাট মশলা তৈরি-

  • এলাচ , দারুচিনি , জয়েত্রি + জয়ফল সামান্য , শুকনা মরিচ , তেজপাতা , ধনিয়া , জিরা এক সাথে তেল ছাড়া প্যানে টেলে নিয়ে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ।

প্রনালিঃ

  • সব বাটা মশলা ও টক দই অল্প করে দিয়ে মাংস মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা ।
  • তেল দিয়ে বিফ দিয়ে বাকি মশলা দিয়ে ভাল করে কষিয়ে একদম সামান্য পানি দিন ।
  • হালকা আচে কষাতে কষাতে সিদ্ধ করলেই ভাল টেস্ট হয় ।
  • সিদ্ধ হয়ে এলে বেরেস্তা কাঁচামরিচ ও চাট মশলা অল্প করে ছিটিয়ে ভাল করে নেড়েচেড়ে নামিয়ে নিন ।
  • শুকনা শুকনা ও ভাজা ভাজা করে চুলা থেকে নামাবেন ।

পরিবেশনঃ

  • খিচুড়ী ও আচারের সাথে গরম গরম পরিবেশন করুন ।

Related Posts

কষা মাংস রান্না করার রেসিপি – মায়ের হাতের রান্না

কষা মাংস রান্না করার রেসিপি – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে রয়েছে কষা মাংস রান্না করার রেসিপি।আপনাদের কে দেখাবে কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি…

মেজবানি গরুর মাংস রান্নার পারফেক্ট রেসিপি!

মেজবানি গরুর মাংস রান্নার পারফেক্ট রেসিপি!

চট্টগ্রামে বিখ্যাত মেজবানি মাংস আক্ষরিক অর্থেই অতুলনীয় একটা খাবার। যিনি একবার খেয়েছেন, আজীবন তাঁর মুখে লেগে থাকবে এর স্বাদ। তবে হ্যাঁ, মজাদার এই খাবারের সিক্রেট রেসিপি কিন্তু…

স্পেশাল বিফ কালাভুনা রেসিপি – মায়ের হাতের রান্না

স্পেশাল বিফ কালাভুনা রেসিপি – মায়ের হাতের রান্না

সব ঘরোয়া আর সাধারন উপকরন দিয়ে করেছি…আর টেস্ট?? জবাব নেই..! উপকরণঃ গরুর মাংস(নরম হাড়সহ শিনার মাংস)-১ কেজি পেয়াজ,রসুন বাটা-৪ টে.চা. করে আদা বাটা-১-১.৫টে.চা. কালোজিরা বাটা-২টে.চা.মত(স্পেশাল টেস্টের জন্য)…

সহজেই তৈরী করুন মাংসের ঝুরি – মায়ের হাতের রান্না

সহজেই তৈরী করুন মাংসের ঝুরি – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে রয়েছে সহজেই তৈরী করুন মাংসের ঝুরি। আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি…

মেজবানি বুটের ডাল – মায়ের হাতের রান্না

উপকরণ: বুটের ডাল ১ কেজি, মাংস (হাড়সহ) ২ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, সাদা সরিষাবাটা ১ টেবিল চামচ, নারিকেল-সরিষা পেস্ট ২ টেবিল চামচ,…

চট্টগ্রামের বিখ্যাত গরুর মাংসের কালা ভুনা, দেখেনিন রেসিপি

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মাংসের কালা ভুনা।আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়।…