সিদ্দিকা কবীর’স রেসিপি: ভুনা নিরামিষ! – মায়ের হাতের রান্না

সিদ্দিকা কবীর’স রেসিপি: ভুনা নিরামিষ! – মায়ের হাতের রান্না

উপকরণ:
চিনাবাদাম ভাজা – ১ টেবিল চামচ
পটল – ১০টি
আলু – ৮টি
আদা ছোট – ১ টুকরা
এলাচ – ৩টি
দারচিনি ২ সে.মি – ৩ টুকরা
তেজপাতা – ১টি


হলুদ বাটা – ১ চা চামচ
মরিচ বাটা – ১ চা চামচ
ধনে বাটা – ২ চা চামচ
জিরা বাটা – ১ টেবিল চামচ
লবণ – ২ চা চামচ
চিনি – ২ চা চামচ
সয়াবিন তেল – ২৫০ গ্রাম

প্রণালী:
১. চিনাবাদামের খোসা ছাড়িয়ে লাল আবরণসহ নিন। কড়াইয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে চিনাবাদাম এমন আন্দাজে ভাজুন যেন মচমচে হয়, আবার বেশি ভাজা হয়ে খোসার লাল রং কালো না হয়।

২. পটল ও আলুর খোসা ছাড়িয়ে চাক চাক টুকরা করুন। কড়াইয়ে ৩ টেবিল চামচ করে তেল দিয়ে পটল, আলু আলাদা আলাদা করে ভেজে তুলুন। সবজি বেশ লালচে করে ভাজবেন।

৩. আদা ছেঁচে রাখুন। গরম মসলা থেতলে নিন।

৪. কড়াইয়ে বাকি তেলটুকু দিয়ে আদা, গরম মসলা ও তেজপাতা দিন। নেড়ে বাটা মসলা ও সামান্য পানি দিয়ে কষান। সবজি ও লবণ দিয়ে হালকা আঁচে নেড়ে ভাজুন। সবজি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে সবজি সিদ্ধ করুন। সবজি সিদ্ধ হলে চিনি দিয়ে নামান।

৫. বাটিতে নিরামিষ নিয়ে উপরে চিনাবাদাম ছিটিয়ে দিন। লুচি, পরোটা বা ভুনা খিচুড়ির সঙ্গে নিরামিষ পরিবেশন করুন।

Related Posts

মসুর/বুটের ডাল ও মুরগির মাংস দিয়ে ভিন্নস্বাদে ‘চিকেন ডালনা’

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি চিকেনের রেসিপি। রেসিপিটির নাম চিকেন ডালনা। আশা করি ভালো লাগবে। উপকরণ : চিকেন ৪-৫ টুকরা, মসুর/বুটের ডাল ১ কাপ, আদা বাটা…

শিখে নিন ঘরেই চাইনিজ ভেজিটেবল তৈরি রেসেপি

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি অনেক মজার খাবারের রেসিপি। ঘরে বসেই চাইনিজের স্বাদ নিতে শিখে নিন চাইনিজ ভেজিটেবল তৈরি পদ্ধতি। যা যা লাগবে : পেঁপে টুকরা…

করলার হরেক রকমের রেসিপি

আমাদের এখনকার আয়োজনে রয়েছে করলার হরেক রকমের রেসিপি। আমরা সবাই জানি করলা অনেক ধরনের উপকার করে শরীরের জন্য। একটু তিতা হলেও এর স্বাদ কিন্তু দারুন। দেখে নিন…

মাসালা বেগুন এর সহজ রেসিপি

বেগুন সারা পৃথিবীতেই অনেক পরিচিত একটি সবজি। পৃথিবীর বিভিন্ন দেশে বেগুনকে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। আজ দেখুন সুস্বাসু মাসালা বেগুন এর সহজ রেসিপি- উপকরণঃ বড় বেগুন…

ঢেঁড়স পাতুরির রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এটি একটি ভাজির রেসিপি। দেখে নিন মৌসুমী হাসানের ঢেঁড়স পাতুরির রেসিপি। উপকরনঃ ঢেঁড়স ৫০০গ্রাম, কুচো চিংড়ি ১/২কাপ(যে কোন…

শীতে মজার স্বাদে মটর পনির

এই শীতে মটরশুঁটির মতো মজার খাবার আর দ্বিতীয়টি হয় না। তাছাড়া ভেজিটেরিয়ান বা সবজি প্রেমীদের জন্য পনির একটি আদর্শ খাবার। তারা প্রায় সব কিছুতেই পনির খেতে পছন্দ…