মজাদার ধাবা এগ কারি রেসিপি!

মজাদার ধাবা এগ কারি রেসিপি!

ডিম দিয়ে সুস্বাদু ধাবা এগ কারি খুবই জনপ্রিয় খাবার । এটি ভারতে খুবই প্রসিদ্ধ । বিশেষ অনুষ্টানে বা অতিথি আপ্যায়নে ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিখ্যাত ধাবা এগ কারি রেসিপি ।

চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি…

উপকরণ :

  • ডিম সিদ্ধ : ৮ টি ( গরম পানিতে ১ টেবিল চামচ লবন মিশিয়ে সিদ্ধ করলে খোসা সহজ়েই উঠে আসবে )
  • টমেটো পিউরি : ১ কাপ ( ৩ টা টমেটো ব্লেন্ড করা )
  • সয়াবিন তেল : ১/২ কাপ
  • পেঁয়াজ মিহি কুচি : ১ কাপ
  • আস্ত জিরা : ১/২ চা চামচ
  • কাচামরিচ : ২টি
  • লবন : প্রয়োজনমত
  • তেজপাতা : ১টি
  • হলুদ গুড়ো : ১ চা চামচ
  • মরিচ গুড়ো : ২ চা চামচ ( কাশ্মিরি মরিচগুড়ো হলে ভাল )
  • ধনে গুড়ো : ১ চা চামচ
  • আদা গুড়ো : ১ চা চামচ
  • রসুন গুড়ো : ১ চা চামচ
  • গরম মশলা গুড়ো : ১ চা চামচ
  • ভাজা জিরা গুড়ো : ১ চা চামচ
  • চিনি : ১চা চামচ
  • আদা কুচি : ১ চা চামচ
  • ধনেপাতা কুচি : ২ টেবিল চামচ

প্রণালী :

  • ডিমের সাথে হলুদ ও লবন মিশিয়ে ফ্রাইপ্যানে তেল গরম করে ডিম সোনালি করে ভাজুন।ডিম তুলে রাখুন ।
  • একই ফ্রাইপ্যানে তেজপাতা , আস্ত জিরা দিয়ে পেয়াজ দিয়ে ৫ মিনিট ভাজুন । পেয়াজ একদম নরম ও সোনালি হবে ।
  • এরপর টমেটো পিউরি , সব গুড়ো মসলা , গরম মশলা গুড়ো ও ১/৪ কাপ পানি দিয়ে কষিয়ে নিন ।
  • মশলা দিয়ে তেল ভাসলে ডিম ভাজা দিয়ে মিশিয়ে নিন । ১/২কাপ পানি দিন ।
  • এখন ঢেকে অল্প আচে রান্না করতে হবে ১০ মিনিট ।
  • চিনি , জ়িরাগুড়ো , ধনেপাতা এবং কাচামরিচ দিয়ে আরো ২ মিনিট দমে রাখুন ।
  • চুলা বন্ধ করে আদাকুচি ,ধনেপাতা , কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ধাবা এগ কারি ।

Related Posts

মসুর/বুটের ডাল ও মুরগির মাংস দিয়ে ভিন্নস্বাদে ‘চিকেন ডালনা’

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি চিকেনের রেসিপি। রেসিপিটির নাম চিকেন ডালনা। আশা করি ভালো লাগবে। উপকরণ : চিকেন ৪-৫ টুকরা, মসুর/বুটের ডাল ১ কাপ, আদা বাটা…

শিখে নিন ঘরেই চাইনিজ ভেজিটেবল তৈরি রেসেপি

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি অনেক মজার খাবারের রেসিপি। ঘরে বসেই চাইনিজের স্বাদ নিতে শিখে নিন চাইনিজ ভেজিটেবল তৈরি পদ্ধতি। যা যা লাগবে : পেঁপে টুকরা…

করলার হরেক রকমের রেসিপি

আমাদের এখনকার আয়োজনে রয়েছে করলার হরেক রকমের রেসিপি। আমরা সবাই জানি করলা অনেক ধরনের উপকার করে শরীরের জন্য। একটু তিতা হলেও এর স্বাদ কিন্তু দারুন। দেখে নিন…

মাসালা বেগুন এর সহজ রেসিপি

বেগুন সারা পৃথিবীতেই অনেক পরিচিত একটি সবজি। পৃথিবীর বিভিন্ন দেশে বেগুনকে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। আজ দেখুন সুস্বাসু মাসালা বেগুন এর সহজ রেসিপি- উপকরণঃ বড় বেগুন…

ঢেঁড়স পাতুরির রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এটি একটি ভাজির রেসিপি। দেখে নিন মৌসুমী হাসানের ঢেঁড়স পাতুরির রেসিপি। উপকরনঃ ঢেঁড়স ৫০০গ্রাম, কুচো চিংড়ি ১/২কাপ(যে কোন…

শীতে মজার স্বাদে মটর পনির

এই শীতে মটরশুঁটির মতো মজার খাবার আর দ্বিতীয়টি হয় না। তাছাড়া ভেজিটেরিয়ান বা সবজি প্রেমীদের জন্য পনির একটি আদর্শ খাবার। তারা প্রায় সব কিছুতেই পনির খেতে পছন্দ…