পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় রেসিপি বাটার চিকেন! – মায়ের হাতের রান্না

পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় রেসিপি বাটার চিকেন! – মায়ের হাতের রান্না

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে চিকেনের একটি ভিন্নধর্মী রেসিপি। এটি হলো পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় খাবার বাটার চিকেন এর রেসিপি। প্রধানত রুটি, কুলচা জাতীয় জিনিষের সঙ্গে জমলেও পোলাও বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন বাটার চিকেন। দেখে নিন রেসিপিটি।

উপকরণ:
ম্যারিনেড করার জন্য-
চিকেন-৭০০ গ্রাম
লাল মরিচের গুঁড়ো-১ চা চামচ
আদা, রসুন বাটা-১ চা চামচ
দই-১/২ কেজি
নুন-স্বাদ মতো

গ্রেভির জন্য-
সাদা মাখন-১৭৫ গ্রাম
কালো জিরে-১/ চা চামচ
টমেটো পিউরি-১/২ কেজি টমেটোর
চিনি-১/২ চা চামচ
লাল মরিচের গুঁড়ো-১ চা চামচ


নুন-স্বাদ মতো
ফ্রেশ ক্রিম-১০০ গ্রাম
কাঁচা মরিচ-৪টে চেরা
কসৌরি মেথি পাতা-১/২ চা চামচ(গুঁড়ো)

প্রণালী:
লাল মরিচের গুঁড়ো, আদা-রসুন বাটা, নুন ও দই একসঙ্গে মিশিয়ে নিন।

এই মিশ্রণ দিয়ে চিকেন ম্যারিনেড করে সারারাত ফ্রিজে রেখে দিন।

ফ্রিজ থেকে বের করে ম্যারিনেড করা চিকেন ৫-১০ মিনিট তন্দুরে রোস্ট করে নিন।

গ্রেভির জন্য ননস্টিক প্যানে মাখন গরম করুন।

কালো জিরে দিয়ে টমেটো পিউরি, চিনি, লাল মরিচের গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এর মধ্যে চিকেন, মাখন, ক্রিম, কাঁচা মরিচ ও কসৌরি মেথি দিন।

চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত কষান।

নান, তন্দুরি রুটি বা কুলচার সঙ্গে পরিবেশন করুন বাটার চিকেন।

Related Posts

ঝাল ঝাল চিকেন কারি

উত্তর-পূর্ব ভারতের একটি ছোট রাজ্য নাগাল্যান্ড। এদের খাবারের বেশিরভাগ পদই খুব ঝাল ঝাল হয়। এই রাজ্যের বিখ্যাত একটি খাবার হলো ঝাল ঝাল চিকেন কারি। আজ এই রেসিপিটাই…

মুরগির রোস্টের ৭ ধরণের রেসিপি একসাথে

মুরগির রোস্ট উপকরণ : দেশি মুরগি ২টি (প্রতিটি ৪ টুকরা করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চা-চামচ,…

মোরগ মোসাল্লাম রান্নার রেসেপি

১ নং উপকরণঃ – আস্ত চিকেন ১ টি (১ কেজি অথবা দেড় কেজি) – পেয়াজ বাটা হাফ কাপ – মরিচ গুঁড়ো ১ চা চামচ – ধনে গুঁড়ো…

সুস্বাদু থাই চিকেন কারি

ছুটির দিনে একটু অন্যরকম খাবার খেতে কার না ভালো লাগে। ভিনদেশী থাই খাবার এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ভিনদেশি খাবারের প্রতি সবারই আগ্রহ একটু বেশিই থাকে। তাই চলুন…

সুস্বাদু চিকেন রেজালা রান্নার সহজ পদ্ধতি…

রান্না-বান্না সবাই টুকটাক পারে। কিন্তু মাঝে মাঝে কিছু রান্না অনেকদিন না করার কারণে পদ্ধতি কিছুটা গুলিয়ে যায়। তখনই শুরু হয় স্বাদের গড়মিল। বিশেষ করে নতুন রাধুনীদের সমস্যা…

সুস্বাদু এবং ব্যাতিক্রমি খাবার কড়াই মুরগি এর রেসিপি

কড়াই মুরগি আমাদের অতি পরিচিত মুরগির একটি সুস্বাদু পদ। লোহার কড়াইয়ে রান্না করা এই স্পেশাল মুরগি একবার খেলে আপনি এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। তাই আজই…