নারীদের ব্রেস্ট বড় হলে যেসব অসুবিধাতে পড়তে হয় এবং তার সমাধান, সব মেয়েরই জানা উচিত!

মহিলাদের কাছে রীতিমতো গর্বের বিষয়। আজ নয়, আদিকাল থেকেই আমাদের দেশে ভরাট স্তনের অধিকারিণীরা সমাদৃত হয়েছেন। নারীর প্রকৃত সুন্দর্য ফুটাতে সঠিক মাপের সুডৌল স্তনের জুড়ি নেই। বড় ব্রেস্ট মেয়েদের যৌন আকর্ষনীয় করে তোলে৷ আজকাল বেশিরভাগ নারী স্তনের গুরুত্ব বোঝে। অনেকে আছেন স্তন বড় ও সুন্দর করার নিয়ম খুজছেন বা অনেক পন্থা ইতিমধ্যেই অবলম্বন করছেন। কেউ হয়ত ভালো ফলাফল পেয়েছেন কেউ আবার পান নাই। কিন্তু মহিলাদের একাংশই জানাচ্ছেন, স্তনের আকৃতি স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বড় হলে তাঁদের বেশ কয়েকটা সমস্যায় পড়তে হয়।

১) অস্বস্তি: যাঁদের স্তনের মাপ ছোট, তাঁরা কিছুতেই বিশ্বাস করতে চান না যে বড় স্তনের জন্য মহিলাদের অস্বস্তিতেও পড়তে হয়। তাঁরা ভাবেন, স্তন বড় হলেই বুঝি মহিলাদের সৌন্দর্য অন্য মাত্রা পায়। কিন্তু বড় স্তন রয়েছে যাঁদের, সেই মহিলারাই স্বীকার করে নিচ্ছেন, স্তনের মাপ খুব বড় হওয়ার চেয়ে স্বাভাবিক বা ছোট থাকলে নিত্যদিন এত অস্বস্তিতে পড়তে হত না।

২) ঘাম: স্তনযুগল আকৃতিতে যত বড় হয়, ততই তাদের নিচে ঘাম জমে। নিয়মিত সেই ঘাম পরিষ্কার না করলে শরীরে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। বারবার সেই ঘাম মুছতেও অস্বস্তি হয়। ৩) ভারসাম্যের অভাব: স্তনের মাপ খুব বড় হলে কোমরের মাপের সঙ্গে কোনও পোশাকই ঠিক যেন খাপ খায় না। কোমরের মাপের সঙ্গে স্তনের মাপে ভারসাম্যের অভাব দেখা দেয়।

৪) পোশাক: অসাধ্য সাধন হতে পারে, কিন্তু এমন কোনও শার্ট খুঁজে পাওয়া যায় না, যা পরলে স্তনযুগল উঁকি মারবে না। অফিসে ফরমাল শার্ট পরে গেলেও রক্ষা নেই। কলিগ থেকে বস- সকলের চোখ আটকে যায় ওই বিভাজিকাতেই। ৫) অন্তর্বাস: স্তন বড় হলে সঠিক আকৃতির অন্তর্বাস খুঁজে পাওয়া লটারি জেতার মতো। কোনও রঙ আগেভাগে পছন্দ করে রেখেও লাভ হয় না। কারণ, দোকানে গিয়ে দেখা যায়, ওই রঙের সঠিক আকৃতির অন্তর্বাস নেই।

৬) ব্যায়াম: কারও সামনে জিমে এক্সারসাইজ করা যায় না স্তনের আকৃতি খুব বড় হলে। এতে উলটোদিকের ব্যক্তিরা ব্যায়াম থামিয়ে তাঁদের দিকে তাকিয়ে থাকেন, অভিযোগ মহিলাদের একাংশের। ৭) ঘুমানো: যাঁদের স্তনের আকৃতি বেশ বড়, তাঁরা বুকে ভর দিয়ে ঘুমোতে পারেন না। কারণ, এতে স্তনের অতিরিক্ত মেদ দু’হাতের ফাঁককে ভরাট করে দেয়, এতে খানিকক্ষণ পরই মাসল ক্র্যাম্প হতে হয়।

৮) অন্তর্বাস ছাড়া নৈব নৈব চ: ইচ্ছা থাকলেও অন্তর্বাস ছাড়া এক পাও বাইরে বেরনো যায় না। ৯) ঝুঁকতে মানা: প্রয়োজনেও প্রকাশ্যে কোনও কারণেই ঝুঁকতে পারেন না সেই সব মহিলারা, যাঁদের স্তনের আকার বেশ বড়। ১০) মোটা: আর কোমরের মাপের কথা চিন্তা না করলে ডবল এক্সেল সাইজের টিশার্ট পরলে দেখতে বড্ড মোটা লাগে, আক্ষেপ মহিলাদের।

Related Posts

সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করার ৫টি ছোট্র টিপস…

সারাদিন এতো লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারেই গা ঝিমিয়ে পড়ে। রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেহে। ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেনো এক…

রোজাদার নারীদের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি ৫টি মাসআলা, যা না জানলেই নয়!

১. প্রসব ব্যথায় রোজা ভাঙা : যদি রোজা না ভাঙলে গর্ভবতী মহিলার অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা বৈধ। এ ক্ষেত্রে…

জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন কাজে লাগবে…

জীবনে খারাপ সময় আসবেই- সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন “অভাগা…

দাম্পত্যে জীবন সুখী রাখতে এই ৬টি কাজ আবশ্যক

শান্তিপুর্ণ সংসার গড়ার পুর্ব শর্ত হলো সুন্দর দাম্পত্য জীবন, জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বলা যায় একে। কারণ দাম্পত্য একদিনের সম্পর্ক নয়, বরং একে চিরকালের বলেই ধরা হয়।…

ছোট স্তন? ওষুধ ছাড়াই স্বাভাবিক উপায়ে বড় করুন এভাবে…

জিনগত কারণে বা অন্যকিছু আনুষঙ্গিক কারণে অনেকেরই স্তনের আকার স্বাভাবিকের থেকে ছোট থাকে। এই কারণে হিনমন্যতায় ভোগেন অনেক মেয়েরাই। আসলে সুন্দর, সুডৌল স্তন নারীর সৌন্দর্য্যের একটি অন্যতম…

ঘুমের মধ্যে লালা ঝরে? জেনে নিন সঠিক সমাধান!

ঘুম ভালোভাবে হলে দেহ মন ফুরফুরে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে। সাধারণত দু একজন বড়দের পাশাপাশি শিশুদের এমনটা দেখা…