ছিলেন মানুষ, হয়ে গেলেন ড্রাগন! জেনে নিন রূপান্তরের অবিশ্বাস্য কাহিনি!!!

ছিলেন মানুষ, হয়ে গেলেন ড্রাগন! জেনে নিন রূপান্তরের অবিশ্বাস্য কাহিনি!!!

সত্যজিৎ রায়ের ‘খগম’ গল্পের কথা মনে পড়ে? সেই যে, এক ব্যক্তি এক সাধুর পোষা সাপকে মেরে ফেলায় সাধুর অভিশাপে নিজেই হয়ে গিয়েছিলেন সাপ। বাঙালি পাঠকের কাছে এ গল্পকে নতুন করে মনে করানোর প্রয়োজনও মনে হয় নেই।

কিন্তু সে তো নিছকই ফ্যান্টাসি গল্প। আমেরিকার রিচার্ড হার্নান্ডেজের জীবনটা কিন্তু গল্প নয়। যদিও তা হার মানায় কল্পনাকে। তিনি মানুষ থেকে হয়ে গিয়েছেন ড্রাগন! হ্যাঁ, তাঁর দাবি তেমনটাই।

দাবির সপক্ষে চোখের সামনে তিনি তুলে ধরেন তাঁর চেহারা। শিং, সবুজ চোখ শরীরময় ড্রাগনসুলভ নকশা আর… অবশ্যই চেরা জিভ! কোন সাধুর অভিশাপে নয়, নিজের মনের খেয়ালেই খোদার উপরে এই খোদকারী করেছেন রিচার্ড। রিচার্ড নন, এখন অবশ্য তিনি তিয়ামত বাফোমেট মেডুসা। হ্যাঁ, লিঙ্গও বদলে ফেলেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ১৯৯৭ সালের আগে পর্যন্ত জীবনটা ছিল প্রাচুর্যে ভরা। যদিও খুব অল্প বয়সেই মা এবং সৎ বাবা তাঁকে ফেলে চলে গিয়েছিলেন। সেই সময়ে নাকি একজোড়া ডায়মন্ড র‌্যাটেল সাপকে নিজের মা-বাবা বলে মেনে নিয়েছিলেন তিনি। হ্যাঁ, এটুকু থেকেই বুঝে নেওয়া যায়, ভিতরে ভিতরে এক অস্বাভাবিকতার বীজ তখন থেকেই প্রোথিত ছিল তাঁর ভিতরে।

তবুও পরবর্তী সময়ে জীবন কিন্তু বেশ ভাল ভাবেই কাটছিল তাঁর। বিশেষ করে আর্থিক ও সামাজিক প্রতিপত্তির দিকটা। আমেরিকার একটি জনপ্রিয় ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। এর পরই ছন্দপতন। রিচার্ড জানতে পারেন তিনি এইচআইভি পজিটিভ!

ব্যাস! আবার জীবনে ফিরে এল অস্বাভাবিকতার রং। চাকরি থেকে অবসর নেন তিনি। ঠিক করে জীবনটাকে এবার বইয়ে দেবেন অন্য খাতে। প্রথমে বদলে ফেলেন নিজের লিঙ্গ পরিচয়। তার পর মানুষ থেকে হয়ে উঠতে থাকেন ড্রাগন। আসলে অন্য কোনও প্রাণী হয়েই মৃত্যুকে আপন করে নেওয়াই মনস্থ করেছেন রিচার্ড। মানুষ হিসেবে মরাটা তাঁর একেবারেই নাপসন্দ।

নিজেকে ড্রাগন হিসেবে গড়ে তুলতে তিনি খরচ করেছেন প্রায় ৩৯ লক্ষ টাকা। নাক ও কানে অস্ত্রোপচারের পাশাপাশি স্থায়ী ট্যাটুও করিয়েছেন শরীরে। চোখের মণির রং করে ফেলেছেন সবুজ। অস্ত্রোপচার করিয়ে মাথায় তৈরি করেছেন শিং। দাঁতও তুলে ফেলেছেন। আর হ্যাঁ, জিভও চিরে ফেলেছেন অস্ত্রোপচার করিয়ে।

এক ভয়াল চেহারা ধারণ করেছেন রিচার্ড ওরফে মেডুসা। নিজেকে তিনি বলেন ‘ড্রাগন লেডি’। নিজের রূপান্তরে তিনি অবশ্য এখনও খুশি নন। জানিয়েছেন আরও ২৬ লক্ষ টাকা খরচ করিয়ে তিনি নিজেকে ড্রাগন হিসেবে আরও নিখুঁত করে গড়ে তুলতে চান।

সূত্র: এবেলা

Related Posts

২০ টি মজার ছবি যা আপনাকে হাসতে বাধ্য করবে, ৫ নাম্বারটি মারাত্বক!!!

২০ টি মজার ছবি যা আপনাকে হাসতে বাধ্য করবে, ৫ নাম্বারটি মারাত্বক!!!

হাসতে কে না ভালোবাসে বলেন । আপানাদের হাসতেই হবে এমন কিছু ছবি আজ আপনাদের কাছে তুলে ধরব । তাহলে দেখুন – আপানাদের হাসতেই হবে আপানাদের হাসতেই হবে…

ছবিগুলো zoom করে দেখলে হাসি থামাতে পারবেন না!!!

ছবিগুলো zoom করে দেখলে হাসি থামাতে পারবেন না!!!

কখনও কখনও সবচেয়ে সাধারণ ছবির মাঝেও সবচেয়ে অপ্রত্যাশিত চমক লুকিয়ে থাকতে পারে। এবং যত তাড়াতাড়ি সেগুলো খেয়াল করতে পারবেন আপনি সেগুলো কখনোই ভুলবেন না। আজ আমরা আপনাদের…

ছবিগুলো প্রমান করে কখনো কখনো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না!

ছবিগুলো প্রমান করে কখনো কখনো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না!

আমাদের জীবন আসলে অনিশ্চয়তায় ভরা! সবাইকে জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় অনিশ্চয়তায়! তবুও এই অনিশ্চয়তার মাঝেই আমাদের চলতে হয়। হাজার অনিশ্চয়তার মাঝেও আমরা আমাদের কর্ম সাধন করি…

জীবন্ত শাহরুখ পায়ের জাদুতে, প্রতিবন্ধকতাকে জয় করে নজির এই যুবতীর!!!

জীবন্ত শাহরুখ পায়ের জাদুতে, প্রতিবন্ধকতাকে জয় করে নজির এই যুবতীর!!!

ইচ্ছেশক্তি! এ শক্তির কাছে হার মানে বাকি সবকিছুই। সেই শক্তিকে হাতিয়ার করেই আজ বিশ্বখ্যাত হয়ে উঠেছেন এক ইরানিয়ান শিল্পী। দু’টো হাতই কাজ করে না। তাতে কী? অন্যদের…

স্ত্রীদের নিয়ে শপিংয়ে যাওয়া এই ব্যক্তিদের বেহাল দশা দেখে তাদের প্রতি মায়া জন্মাবে আপনার! – মায়ের হাতের রান্না

স্ত্রীদের নিয়ে শপিংয়ে যাওয়া এই ব্যক্তিদের বেহাল দশা দেখে তাদের প্রতি মায়া জন্মাবে আপনার! – মায়ের হাতের রান্না

স্ত্রী, বোন, মা বা অন্যকোন মেয়ে আত্মীয়কে নিয়ে শপিংয়ে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আজকের আয়োজনের ছবিগুলো আপনার জন্য! চলুন দেখে আসা যাক- ১. আমি অনেক্ষণ বহন করেছি,…

বাচ্চাদের একা ফেলে গেলে যা হয়! – মায়ের হাতের রান্না

বাচ্চাদের একা ফেলে গেলে যা হয়! – মায়ের হাতের রান্না

জাফর ইকবাল স্যারের একটা বই আছে যার নাম “বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর”! বইটিতে মাত্র কয়েকটি বাচ্চা যেভাবে সবাইকে নাস্তানাবুদ করে ফেলে সেটা সত্যিই খুব মজার! আবার যারা…